শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পালিত হল বিপ্লবী সতীশচন্দ্র সামন্তর 39 তম প্রয়ান দিবস. এদিন হলদিয়ার সতীশ ভবনে তাঁর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল যুব সভাপতি আসগর আলি সহ তৃণমূল নেতৃত্ব । স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্ত, তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা । তিনি ১৯৫২ থেকে ৭৭ সাল পর্যন্ত লোকসভার সদস্য ছিলেন। মাত্র ১৫ বছর বয়সে তিনি তাঁর গুরু স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতীর দ্বারা প্রভাবিত হয়ে ব্রহ্মচর্যের জীবন বেছে নিয়েছিলেন । স্বর্গীয় সতীশচন্দ্র সামন্ত জনগণের সেবা করবার ব্রত গ্রহণ করে জীবন কাটিয়েছিলেন। তাঁর জন্ম ১৯০০ সালের ১৫ ই ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের গোপালপুরে । ১৯৮৩ সালে আজকের দিনেই তিনি পরলোক গমন করেন।
বাংলার এই কৃতি সন্তান বিপ্লবী সতীশচন্দ্র সামন্তের ৩৯তম মৃত্যুবার্ষিকীতে জেলা জুড়ে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা ও প্রণাম জানায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।