আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নির্মিত একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে বলিউডের একঝাঁক তারকাকে।জাতিসংঘ এবং ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ধারতি কা দিল’ নামের এই মিউজিক ভিডিওটি তৈরি হচ্ছে।গানটির সুর করেছেন শান এবং কথা লিখেছেন স্বনান্দ কিড়কিড়ে। এতে তারকাদের মাধ্যমে পরিবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হবে । আদনান স্বামী, শঙ্কর মহাদেবন, পলক মুচ্চাল প্রমুখ শিল্পীরা গানটি গেয়েছেন।এ প্রসঙ্গে পরিবেশবিদ আসিফ ভামলা বলেন, ‘যেহেতু এ বছর পরিবেশ দিবসে জাতিসংঘের বিষয়বস্তু ইকোসিস্টেমের পুনরুদ্ধার। তাই পূর্বপুরুষরা আমাদের জন্য যেভাবে পৃথিবীকে পুনরুজ্জীবিত করেছেন, এ মূলমন্ত্রে এই মিউজিক ভিডিও।’এতে অক্ষয় কুমার, শিল্পা শেঠি, ভূমি পেডনেকর, রাজকুমার রাও, সোনু সুদ, অর্জুন কাপুর, তাপসী পান্নু, শচীন টেন্ডুলকার, মনীশ মালহোত্রা প্রমুখকে দেখা যাবে। গানটির টিজার মুক্তি পাবে আগামী মে।পুরো গানটি বিশ্ব পরিবেশ দিবসের আগেই মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে।