তৃণমূলে সেকেন্ড ম্যান বলে কিছু নেই,মমতা বন্দ্যোপাধ্যায়ই দলের নেত্রী। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মত গুরুদায়িত্ব পাওয়ার পর সোমবার সাংবাদিক বৈঠকে এভাবেই স্পষ্ট বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মীরাই যে দলের সম্পদ সে কথা পরিণত রাজনীতিকের মতো বুঝিয়ে দিলেন তিনি। পরিকল্পনা করেই আগামীদিনে তৃণমূল যে দেশ জয়ের দিকে এগোবে সে কথাও জানালেন অভিষেক। দায়িত্ব পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনীতিতে হাতেখড়ি ১০ বছর আগে হলেও, এ যেন অন্য অভিষেক। তাঁর শরীরী ভাষাতেই ছিল এক পরিপক্ক রাজনীতিকের ছাপ। তাঁর বুদ্ধিদীপ্ত কথাবার্তা প্রশংসার যোগ্য। তবে গুরুদায়িত্ব পেলেও দলের একমাত্র মমতা কমান্ডার যে বন্দ্যোপাধ্যায়ই থাকবেন, তা স্পষ্ট করে দিলেন তিনি। দলের কর্মীরাও যে দলের সম্পদ তা বুঝিয়ে দিলেন। দেশের অন্যান্য রাজ্যে তৃণমূলের সংগঠন বিস্তারের ক্ষেত্রে পরিকল্পনা করে পদক্ষেপ করা হবে বলে জানান অভিষেক। পাশাপাশি তিনি এদিন, জানান অন্য রাজ্যেও জেতার লক্ষ্যে তৃণমূল আগামী দিনে ঝাঁপাবে। তারজন্য এখন থেকেই কর্মসূচি গ্রহণ করা হবে। রাজনীতিতে পরিবারতন্ত্র বন্ধ করার পক্ষে সওয়াল করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এ সংক্রান্ত বিল পাস হলে সবার আগে নিজে ইস্তফা দেবেন বলেও দাবি করেন। নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিও বার্তা দেন অভিষেক। কুৎসা না করে গঠনমূলক আলোচনা করার আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। বাংলার প্রতি আক্রমণ নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান অভিষেক। বাংলার মানুষের রায়ে দেশে নতুন আশা জেগেছে বলে মন্তব্য তাঁর। আগামী দিনে বিজেপিকে হারানো নয় দেশকে বাঁচানোর লক্ষ্যেই তৃণমূল কাজ করবে বলে বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।