ফের ভূমিকম্প নেপালে। বুধবার ভোর ৫টা ৪২ মিনিট নাগাদ ভূমিকম্প হয় নেপালে। রিকটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৮। যদিও এই কম্পনের ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর মেলেনি। নেপালের রাজধানী কাঠমান্ডুর ১১৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে প্রথম কম্পন অনুভূত হয়। নেপালের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, লামজুং জেলার ভুলভুল ছিল ভূমিকম্পের উৎসস্থল। নেপালের পাশাপাশি ভারতের কিছু জায়গায় অনুভূত হয়েছে ভূমিকম্প। প্যারিসের একটি ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, উত্তরপ্রদেশের রায়বরেলি ও মুজফ্ফরপুরে কম্পন ধরা পড়েছে।