কাতার : ১ ভারত : ০
( আবদেল আজিজ, ৩৩ মিনিট)
দশ জনের ভারতীয় দলকে ০-১ গোলে বৃহস্পতিবার রাতে ম্যাচ হতে হল। কাতার বিশ্বকাপ যোগ্যতা নির্ণায়ক ম্যাচ ছিল। ম্যাচের ১৭ মিনিট থেকে সুনীল ছেত্রীরা ১০ জন নিয়ে লড়াই করতে বাধ্য হয়। ডিফেন্সের রাহুল ভেকে দুবার হলুদ কার্ড দেখে ( লাল কার্ড) মাঠ ছাড়েন। প্রথম হলুদ কার্ড তিনি দেখে ফেলেছিলেন ম্যাচের ৭ মিনিটেই।
দোহা তে এই ম্যাচে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের কাছে হার লড়ে হারা।
ভারত ১০ জনের অসম লড়াই চালাতে থাকে। ৩৩ মিনিটে আবদেল আজিজ গোল করেন(১-০)। ম্যাচে পুরো কর্তৃত্ব ছিল কাতারের। তবু মাত্র এক গোলে যেতে তারা। প্রথম লেগের ম্যাচ ছিল গোলশূন্য। সেই ম্যাচ হয়েছিল ২০১৯ এর সেপ্টেম্বর মাসে।
এই গ্রুপের শীর্ষে রয়েছে কাতার। তারা একটি ম্যাচও হারেনি। এই ম্যাচে কাতারের ৭-৮ জন ফুটবলার সারাক্ষণ ভারতীয় রক্ষণভাগে ঘোরা ফেরা করেছে। কিন্তু ভারতীয় দলের গোলকিপার গুরপ্রীত সিং একের পর এক গোল বাঁচিয়ে যেতে থাকেন।
ম্যাচে কাউন্টার অ্যাটাক থেকে ভারতীয় দল দুবার গোল করতে হানা দিয়েছিল কাতার রক্ষণে। দুবারই মানবীর সিং শেষ কাজটি করতে পারেননি।
এই ই গ্রুপে ভারতীয় দল ছয় ম্যাচে ৩ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে রইল।
ঈগর স্টিমাকের দল তৃতীয় স্থানে থাকা আফগানিস্তানের চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে। ভারতের ম্যাচের আগে আফগান দল বাংলাদেশের সঙ্গে ম্যাচ ১-১ গোলে ড্র করে।
ভারতের পরের ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ। ম্যাচটি হবে ৭ জুন।
ছবি: সৌ – টুইটার।