মানুষের প্রথম বন্ধু কুকুর। কুকুর যে খুব প্রভুভক্ত প্রাণী তা তো সকলেরই জানা। মনিবের প্রতি ভালোবাসা, নিষ্ঠা এবং কর্তব্য রয়েছে সারমেয়দের জিনে। এ বার সেই প্রভুভক্তির ছবি ধূপগুড়ির মিলপাড়ায়। ঘরের বাইরে দাড়িয়ে একেবারে দ্বাররক্ষীর দ্বায়িত্ব পালন করছে এই সারমেয়রা।
যার সামনে কমন উলফ প্রজাতির একটি সাপ। যাকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ কুকুররা। আর তাতেই ঘটে বিপত্তি।
আরও পড়ুন কোভিড গ্রাফ নিম্নমুখী, চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা
রবিবার রাতে ধুপগুড়ির তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা রেশমা চৌধুরীর বাড়ির সিড়িতে দেখা যায় কমন উলফ প্রজাতির সাপটিকে। বাইরের সিঁড়ি উপর ঘোরাঘুরি করছিল। ঘরে ঢুকতে যাওয়ার সময়ই বাধা হয়ে দাঁড়ায় বাড়ির পোষ্য। প্রভুর বাড়ির সদস্যদের জীবন রক্ষা করার দায়িত্ব তো ওদেরই। নিজের জায়গা ছাড়তে চাইনি সাপটিও ।
আরও পড়ুন সুন্দরবনের লোকালয় থেকে উদ্ধার কোবরা
একাবার কুকুর তেড়ে যায় তো একবার সাপ। সাপটি একাধিকবার ফণা তুলে তাকে ভয় দেখানোর চেষ্টা করলেও দরজা ছাড়েনি বাড়ির কুকুর। বাড়ির লোকেরা ততক্ষণে খবর দেয় পরিবেশ প্রেমী সংস্থাকে।
শেষে পরিবেশ প্রেমী সংস্থার সদস্যরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে প্রভুর পরিবারকে রক্ষা করতে সারমেয়দের এই লড়াই সকলকে তাক লাগিয়ে দিয়েছে।
আরও পড়ুন বাড়ি ঢুকে গুলি, পুলওয়ামায় জঙ্গিসন্ত্রাসে নিহত ৩
আরও পড়ুন স্বপ্নভঙ্গ রোনাল্ডোর, ইউরো কাপ থেকে বিদায় পর্তুগালের