সম্প্রতি ইউনিসেফ[UNICEF] এক সতর্কবার্তায় জানিয়েছে যে, ধনী দেশগুলো যদি তাদের কাছে থাকা বাড়তি টিকার একটি বড় অংশ দরিদ্র দেশগুলোতে না পাঠায় তাহলে করোনাভাইরাস টিকার লক্ষ লক্ষ ডোজ নষ্ট হয়ে যেতে পারে। এই প্রেক্ষিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একঝাঁক তারকা এক চিঠিতে স্বাক্ষর করে ‘জি-৭’ গোষ্ঠীভুক্ত দেশগুলিকে আহ্বান জানিয়েছেন যে আগস্টের মধ্যে তাদের কাছে সংরক্ষিত করোনা টিকার ২০ শতাংশ যেন তারা দান করে। এই তালিকায় রয়েছেন আন্তর্জাতিক মানের অভিনেতা-অভিনেত্রী,গায়ক, খেলোয়াড় ও অন্যান্যরা। প্রসঙ্গত, স্বাক্ষর করা এই আন্তর্জাতিক তারকাদের মধ্যে ভারতের বলিস্টার প্রিয়াঙ্কা চোপড়ার নামও আছে। এছাড়াও রয়েছেন ডেভিড বেকহাম,আ্যন্ডি মারে,অলিভিয়া কোলম্যান,ইওমেন ম্যাকগ্রেগর,লিয়াম পেইন,অর্লান্ডো ব্লুম, কেটি পেরি,দেয়া চলমান,হুপিং গোল্ডবার্গ,ক্লডিয়া শিফার ও ক্রিস হজ-এর মতন তারকারা।