করোনার টিকা নিলে কেউ সুপারম্যান হতে পারে না। মানুষ মানুষই থাকে। আর শরীরে ম্যাগনেটিক ফিল্ড তৈরি তো দূরের কথা। এ ধরনের ঘটনা বুজরুকি ছাড়া কিছুই নয়, মত চিকিৎসকদের।
নাসিক, হিঙ্গলগঞ্জ থেকে আসানসোল, আগরতলা থেকে দিল্লি। সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে কিছু ভিডিও। যা দেখে তাজ্জব অনেকে। ভিডিওগুলিতে দাবি করোনার টিকা নেওয়ার পর তাঁরা তৈরি হয়ে গেছেন ম্যাগনেট ম্যান। সারা গায়ে আটকে যাচ্ছে লোহা জাতীয় ধাতু। এ যেন এক অলীক রূপান্তর। চিকিৎসক ডা. ইমরান ওয়ালি’র মতে, এটা একেবারেই বুজরুকি। এর বৈজ্ঞানিক কোন সত্যতা নেই। মানুষকে বোকা বানানোর জন্য তৈরি হচ্ছে এই ধরনের ভিডিও। যা নেট দুনিয়ায় ফেক নিউজের শামিল।
চিকিৎসক ডা. কৌশিক লাহিড়ী বলেন, ‘সারা দেশ জুড়ে এখন বড় চ্যালেঞ্জ বেশি সংখ্যক মানুষকে টিকাকরণ করার। টিকা নিয়ে গুজব বিভিন্নভাবে ছড়ায়। তা পরোক্ষে গণ টিকাকরণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এই ধরনের ভিডিও মানুষের কাছে ভুল বার্তা নিয়ে যায়। চিকিৎসকদের মতে, এই ভিডিও কখনোই সমর্থনযোগ্য নয়। কারণ করোনার টিকা নিলে এ ধরনের ঘটনা ঘটার কোন যুক্তিই নেই।
ম্যাজিশিয়ান হওয়ার ইচ্ছে কারুর থাকতেই পারে। কিন্তু করোনা নিয়ে এমন ম্যাজিক না দেখানোই ভালো। মানুষের কাছে ভুল বার্তা দেওয়ার এই ধরনের ঘটনা অপরাধযোগ্য হওয়া উচিত বলে মনে করছেন চিকিৎসকরা।