শরীরে এলার্জি থাকলে ভ্যাকসিন নেওয়া যাবে কি না এ নিয়ে অনেকেই সমস্যায় পড়েছেন। এমনকি এলার্জি থাকার কারণে ভ্যাকসিন নেননি এমন ব্যক্তির করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। তবে চিকিৎসকদের মতে, করোনা ভ্যাকসিনের সঙ্গে এলার্জির কোন বিরোধ নেই। অর্থাৎ এলার্জি থাকলেও নিশ্চিন্তে নেওয়া যাবে করোনার টিকা।
করোনার ভাইরাস থেকে বাঁচতে টিকাই এখন প্রধান ভরসা। অথচ অনেক মানুষ বিভ্রান্ত যে, যদি এলার্জি থাকে তাহলে করোনার টিকা নেবেন কিনা? এমনকি অনেকে এমন পরামর্শও দেন যে এলার্জি থাকলে টিকা নেওয়া যায় না। তবে একথা মনে করছেন না বিশেষজ্ঞ চিকিৎসকরা। চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. কৌশিক লাহিড়ীর মতে করোনার টিকা এলার্জির কারণে না নেওয়ার কোন বৈজ্ঞানিক যুক্তি নেই। নিশ্চিন্তেই নেওয়া যাবে টিকা। তা সে যে ধরনের এলার্জিই থাকুক না কেন।
চর্মরোগ বিশেষজ্ঞ ডা. ইমরান ওয়ালির মতে সাধারণত ওষুধ বা কোনো খাবারের ক্ষেত্রে অনেকের এলার্জি থাকে। এলার্জি রয়েছে এমন অনেকে ডাক্তারদের কাছে জানতে চান তিনি টিকা নিতে পারবেন কিনা। তাঁদের মতে টিকা নেওয়াটা অত্যন্ত জরুরী। এর সঙ্গে এলার্জির কোন যোগ নেই।
এলার্জি রয়েছে এই জন্য টিকা নিতে পারেননি এমন ব্যক্তির করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। ডাক্তারদের সুস্পষ্ট মত, এলার্জি থাকলেও করোনার টিকা নিতে কোনও সমস্যা নেই। নিশ্চিন্তে টিকা নেওয়া যেতেই পারে।