দেশের বিভিন্ন প্রান্তে শিথিল হচ্ছে লকডাউন, কমেছে করোনা আক্রান্তের সংখ্যাও। বিভিন্ন রাজ্যে লকডাউন উঠে যাওয়ায় স্বাভাবিকের পথে রেল পরিষেবা। যাত্রী সংখ্যা কমে যাওয়ায় বাতিল হয়েছিল একাধিক স্পেশাল মেল ও এক্সপ্রেস ট্রেন। ধীরে ধীরে চাহিদা অনুযায়ী চালু হচ্ছে বাতিল ট্রেনগুলি। পূর্ব রেল শাখার শিয়ালদহ ও কলকাতা স্টেশন থেকে যে ট্রেনগুলি উত্তর ও পশ্চিম ভারতের রাজ্যগুলির উদ্দেশ্যে রওয়ানা দেবে তা হল, শিয়ালদহ বিকানির দূরন্ত স্পেশাল ছাড়বে রবিবার, সোমবার, বুধবার এবং বৃহস্পতিবার। ৯ তারিখ থেকে এই ট্রেনের পরিষেবা চালু হবে। ট্রেনগুলি থামবে ধানবাদ, দীনদয়াল উপাধ্যায় জংশন, কানপুর সেন্ট্রাল, নিউ দিল্লি, লাহোর সহ একাধিক স্টেশনে। ৮জুন থেকে ছাড়বে কলকাতা জম্মু তাওয়াই স্পেশাল। যা চলবে বুধবার বৃহস্পতিবার শনিবার এবং সোমবার। থামবে দক্ষিণেশ্বর, কামারকুন্ডু, বর্ধমান, পানাগড়, দুর্গাপুর, রানীগঞ্জ সহ রাজ্যের একাধিক স্টেশনে। তবে ধীরে ধীরে স্বাভাবিকের পথে রেল পরিষেবাকে নিয়ে যাওয়া হলেও রাজ্যে এখনই লোকাল ট্রেন চালু হচ্ছে না বলে রেল দফতর সূত্রে খবর। তবে লোকাল ট্রেন না চললেও চলছে স্পেশাল মেল ও এক্সপ্রেস ট্রেন।