৩১ মে পর্যন্ত ছিল বঙ্গের প্রথম দফার কোভিড বিধিনিষেধ। কিন্তু রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার কমতে শুরু করলে, রাজ্য সরকার পুনরায় ১৫ জুন পর্যন্ত তার মেয়াদ বাড়ানোর নির্দেশ দেয়। তবে দ্বিতীয় দফার এই কোভিড বিধিনিষেধ শুরু হওয়ার আগে সোমবার ৩১ মে নবান্নে বৈঠক করে এই বিধি নিষেধে কিছু আংশিক ছাড়ের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আংশিক ছাড় দেওয়া হচ্ছে তথ্য প্রযুক্তি সংস্থা এবং কিছু খুচরো ব্যবসায়ীদের। নির্দেশে বলা হয়েছে, বঙ্গের কিছু তথ্য প্রযুক্তি সংস্থা তাদের ১০ শতাংশ কর্মী নিয়ে অফিসে কাজ করতে পারবে। দুপুর ১২ থেকে থেকে বিকেল ৩টে পর্যন্ত খুচরো বাজার গুলিকে ছাড় দিয়েছে রাজ্য সরকার। বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত। ১২টা থেকে ৩টে পর্যন্ত মিষ্টির দোকান, শাড়ি, গয়নার দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে।
এছাড়া বাকি যা বিধি নিষেধ ছিল, সে গুলি একই ভাবে বজায় থাকবে। এদিন দ্বিতীয় দফার বিধি নিষেধের নতুন নিয়মাবলী ঘোষণার পর যশ সংক্রান্ত বিষয় নিয়ে পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং যশ প্রকোপে যে সব জেলা গুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জেলার ডিএমরা। ঘূর্ণিঝড়ের মোকাবিলা করা গেলেও, ঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি পূরণের জন্য এদিন বেশ কিছু পরামর্শ দেওয়া হয় জেলার ডিএম’দের। সেই সঙ্গে তাঁদের আর্থিক সাহায্যেরও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।