ক্যানিং থানার তালদি পঞ্চায়েতের গাজী পাড়ায় অন্ধ বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠল। কাঞ্চন হালদার নামে ওই বৃদ্ধা ও তাঁর সৎ ছেলে মৃত্যুঞ্জয় বৈরাগীর দাবি, তাঁরা দীর্ঘ ন’বছর ধরে তালদি পঞ্চায়েতের গাজী পাড়ায় সরস্বতী বৈদ্য নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। শনিবার তাঁরা নতুন বাড়িতে ভাড়া উঠে যান। অভিযোগ, এরপর বাড়ি ছাড়ার সময় পরিস্কার না করে দেওয়ার দাবি নিয়ে, মৃত্যুঞ্জয় বৈরাগীর ওপর চড়াও হয় সরস্বতী বৈদ্য ও তার পরিবারের সদস্যরা। বেধড়ক মারধর করা হয় তাঁকে। সেসময় বাজার থেকে ফিরছিলেন মৃত্যুঞ্জয়। এইসময় বৃদ্ধা কাঞ্চনা মল্লিক সরস্বতী বৈদ্য ও তার সঙ্গীদের বাধা দিতে গেলে, তাঁকেও মারধর করা হয়। এরপর প্রতিবেশী এক যুবক তাঁদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে ক্যানিং থানায় অভিযোগ জানান মা-ছেলে। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।