আগামী বুধবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে সিঙ্গাপুরের সব স্কুল। সিঙ্গাপুরের সরকার জানিয়েছে, ভারতের নতুন করোনা স্ট্রেন সিঙ্গাপুরের অল্প বয়সী ছেলেমেয়েদের ওপর ভীষণ ভাবে প্রভাব ফেলছে। যে কারণে রবিবার একটি বৈঠকের মাধ্যমে ছোটদের স্কুল এবং সেইসঙ্গে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল গুলিকেও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ গুলি। আগামী বুধবার থেকে শুরু করে ২৮ মে পর্যন্ত স্কুল বন্ধ থাকবে বলে এই বৈঠকে বলা হয়েছে। পড়ুয়ারা বাড়িতে থেকেই পড়াশোনা চালিয়ে যাবে। সিঙ্গাপুরে ৩৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সে দেশের সরকার জানিয়েছে, ৮ মাসে এটাই তাদের দেশে সর্বোচ্চ করোনা সংক্রমণের হার। স্কুল, কোচিং ক্লাসে যেহেতু ছোটদের ভিড় সব থেকে বেশি, তাই দ্রুত এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সিঙ্গাপুর সরকার।