আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার পশ্চিম চেংমারীর ঘটনা হার মানাল মধ্যযুগীয় বর্বরতাকেও। এক আদিবাসী মহিলাকে বিচারের নামে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে পোশাক ছিঁড়ে নগ্ন করে মারধর করা হলো। তারপর থেকে নিখোঁজ ওই মহিলা। স্থানীয় সূত্রের খবর, ৬ মাস আগে ওই মহিলা অন্য এক ব্যাক্তির সঙ্গে স্বামী ও সংসার ছেড়ে চলে যান । পরে সেই ব্যাক্তির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় ওই মহিলার।
এরপর স্বামীর সঙ্গে মিটমাট হয়ে গেলে ১০ জুন পশ্চিম চেংমারীতে ফিরে আসেন তিনি। ফের স্বামীর সঙ্গেই থাকতে শুরু করেন ওই মহিলা। কিন্তু স্বামী মেনে নিলেও, শুরু হয় এলাকার কিছু বাসিন্দার খবরদারি। ওই রাতেই বিচারের নামে মহিলাকে ঘর থেকে টেনে বের করে নগ্ন করে মারধর করে দুর্বৃত্তরা। এখানেই শেষ নয়। মোবাইলে ঘটনার ভিডিও করা হয়। এরপর নিখোঁজ হয়ে যান ওই মহিলা। স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ অনেকেই চারদিকে খোঁজ করেও কোন হদিস পাননি ওই মহিলার। স্থানীয় পঞ্চায়েত সদস্যের আশঙ্কা ওই মহিলা লজ্জায় আত্মহত্যা করে থাকতে পারেন।
রবিবার সেই মারধরের ভিডিও ভাইরাল হয় এলাকায়। ঘটনায় নিন্দার ঝড় ওঠে সব মহলেই। কুমারগ্রাম ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ধীরেশ চন্দ্র রায় ঘটনার কড়া নিন্দা করার পাশাপাশি দলীয় তদন্তের আশ্বাসও দেন। একইসঙ্গে বলেন, ‘প্রশাসন কে অনুরোধ করবো উপযুক্ত ব্যবস্থা নেবার জন্য।’ আলিপুরদুয়ারের পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে বলেন, ওই ভিডিওর সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা প্রমাণিত হলে আইনত ব্যবস্থা নেবে পুলিশ।