আন্তরাজ্য গাঁজা পাচার চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে এয়ারপোর্ট থানার পুলিশ উদ্ধার করল প্রায় ১০০ কেজি গাঁজা। ধৃত সিরাজুল মিয়া ও আলি হোসেন কোচবিহারে বাসিন্দা। তারা কোচবিহার থেকে গাড়িতে করে গাঁজা নিয়ে আসছিল। পুলিশ এয়ারপোর্ট থানা এলাকার বিটি কলেজের পালপাড়াতে গাড়িটিকে আটক করে এবং তল্লাশি চালানোর পর প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করে। ধৃত দু’জনকে আজ, শনিবার ব্যারাকপুর আদালতে তোলা হবে।