বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আর এক সপ্তাহ বাকি। ভারত – নিউজিল্যান্ড মুখোমুখি হবে। তার আগে, আইসিসি টেস্ট রাঙ্কিং প্রকাশ করলও। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ধরে রেখেছেন তাঁর ৫ নম্বর স্থানটি। সতীর্থ রোহিত শর্মা এবং ঋষভ পন্থ – দুজনেই আছেন ৬ নম্বর স্থানে। পয়লা নম্বর জায়গাতে রয়েছেন, নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
এবার টেস্ট ব্যাটসম্যানদের তালিকাতে ঢুকে পড়লেন একটি মাত্র টেস্ট ম্যাচে খেলা নিউজিল্যান্ডের বাম হাতি ওপেনার ডেভন কনওয়ে। ৭৭ নম্বরে তিনি। লর্ডসে ইংল্যাণ্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অভিষেক হওয়া ডেভন ৩৪৭ বলে ২০০ রান করেছিলেন।
পয়লা নম্বরে থাকা কেন উইলিয়ামসনের রেটিং পয়েন্ট এখন ৮৯৫। কোহলির রেটিং পয়েন্ট ৮১৪। তাঁর আগে আছেন ইংল্যান্ড টেস্ট অধিনায়ক জো রুট (৮৩৬)। রোহিত আর পন্থ – দুজনেরই রেটিং পয়েন্ট ৭৪৭।
টেস্ট বোলারদের মধ্যে ভারতের লেগ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ধরে রেখেছেন দ্বিতীয় স্থান ( ৮৫০ রেটিং পয়েন্ট)। পয়লা নম্বরে অস্ট্রেলিয়ার পাট কামিন্স রয়েছেন ৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে। এই বিভাগে প্রথম দশে ভারতের থেকে একজন মাত্র ক্রিকেটার আশ্বিনই আছেন।
অলরাউন্ডারদের মধ্যে পয়লা নম্বরে আছেন ওয়েস্ট ইন্ডিজের জাসন হোল্ডার ৪২৩ রেটিং পয়েন্ট নিয়ে। ভারতের রবীন্দ্র জাদেজা দ্বিতীয় স্থানে (৩৮৬ রেটিং পয়েন্ট) এবং আশ্বিন আছেন (৩৫৩ রেটিং পয়েন্ট) চার নম্বর স্থানে।
ইংল্যান্ড আর নিউজিল্যান্ড বৃহস্পতিবার দ্বিতীয় টেস্ট খেলা শুরু করেছে। নিউজিল্যান্ডের নেতা উইলিয়ামসন কনুইয়ের চোটের কারণে এই টেস্ট না খেলে বিশ্রাম নিয়েছেন। তাই তাঁর আর রেটিং পয়েন্ট বাড়ার সুযোগ নেই। বরঞ্চ ইংল্যান্ড নেতা রুট বাড়তি কিছু রেটিং পয়েন্ট পেয়ে যেতে পারেন বড় রানের ইনিংস খেললে।