কলকাতা: দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের আকাশ ঢেকে ছিল সংঘর্ষের কালো মেঘে। হাজার মানুষের রক্ত ক্ষয়, হামলা পাল্টা হামলা, বাতাসে বারুদের গন্ধ। অবশেষে ফিরছে শান্তি। হিজবুল্লার (Hezbollah) সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করল ইজরায়েল (Israel)। আমেরিকা ও ফ্লান্সের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সায় দিয়েছে ইজরায়েল। এ নিয়ে আলোচনা করতে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত আলোচনা হয় ইজরায়েলি ক্যাবিনেটে। সেখানে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই প্রস্তাব পেশ করেন ক্যাবিনেটে। দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাংবাদিক বৈঠক করে হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করেন।
ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে। বুধবার ভোর ৪টে থেকে লাগু হয়েছে সংঘর্ষবিরতি। আপাতত ২ মাসের জন্য একে অপরের বিরুদ্ধে কোনও হামলা চালাবে না হিজবোল্লা ও ইজরায়েল। এই চুক্তির মাধ্যমে পরস্পরের সীমানার ভেতরে আক্রমণ চালাবে না। ইসরায়েলি সেনাদের লেবাননের দক্ষিণাঞ্চল থেকে প্রত্যাহার করবে। পরিস্থিতি অনুযায়ী বাড়ানো হবে চুক্তির মেয়াদ। যুদ্ধবিরতি চুক্তির শর্তে বলা হয়েছে, উভয় পক্ষের রকেট হামলা, বিমান হামলা এবং অন্যান্য সামরিক কার্যক্রম বন্ধ হবে। ইসরায়েলি সেনারা লিতানি নদীর দক্ষিণ এবং ইসরায়েলি সীমান্তের উত্তরের এলাকা থেকে প্রত্যাহার হবে। হিজবুল্লাহ ও অন্যান্য সন্ত্রাসী সংগঠন ইজরায়েলের নিরাপত্তার জন্য ঝুঁকি হয়ে উঠবে না। আগামী ৬০ দিনের মধ্যে, লেবানন নিজেদের এলাকা নিয়ন্ত্রণের জন্য নিরাপত্তাবাহিনী মোতায়েন করতে পারবে। লেবাননে হিজবুল্লা তাদের সন্ত্রাসবাদী সংগঠন নতুন করে তৈরি বা বাড়াতে পারবে না। যদি হিজবুল্লা বা অন্য কোনও সন্ত্রাসবাদী সংগঠন ইজরায়েলের জন্য ঝুঁকির কারণ হয়ে ওঠে সেক্ষেত্রে আত্মরক্ষার অধিকার থাকবে ইজরায়েলের।
আরও পড়ুন: বাংলাদেশে হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারে প্রতিবাদ আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশংকরের
গত বছরের অক্টোবর থেকে এই যুদ্ধ চলছে। ইজরায়েলের হামলায় শুধুমাত্র লেবাননে মৃত্যু হয়েছে ৩৮০০ জনের। হামলায় আহত হয়েছে অন্তত ১৬ হাজার মানুষ। ১২ লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। এই যুদ্ধবিরতির মূল কারিগর আমেরিকা ও ফ্রান্স। চুক্তি সম্পন্ন হওয়ার মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, মধ্যপ্রাচ্য নিয়ে ভালো খবর আছে, ইজরায়েল ও লেবাননের প্রধানমন্ত্রীদের সঙ্গে কথা হয়েছে। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি ইজরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধ শেষ করতে আমেরিকার প্রস্তাব মেনে নিয়েছে দুই পক্ষ। আমেরিকাকে ধন্যবাদ জানিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুও (Benjamin Netanyahu) লেখেন, যুদ্ধবিরতি সম্পন্ন হলেও এর মেয়াদ কতদিন থাকবে তা নির্ভর করছে লেবাননের উপর। যদি কোনওভাবে শর্ত লঙ্ঘন করা হয় সেক্ষেত্রে কড়া জবাব দিতে দ্বিধা করব না আমরা।
অন্য খবর দেখুন
The post হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করল ইজরায়েল first appeared on KolkataTV.
The post হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করল ইজরায়েল appeared first on KolkataTV.