হরিদেবপুর: সোশ্যাল মিডিয়ায় (Social Media)মাদক সেবনের প্রলোভন দেখিয়ে এক যুবককে (Youth) অপহরনের অভিযোগ উঠল হরিদেবপুরে। ফেসবুক গ্রুপে আলাপের পর মাদক সেবনের প্রলোভন দেখানো হয় ওই যুবককে। আর তা করতে এসেই ফাঁদে পড়েন এক যুবক। পুলিশের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়ে অভিযোগ দায়ের হতেই তদন্তে নেমেছে হরিদেবপুর থানার পুলিশ (Police)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারকদের ফাঁদে পড়া যুবকের নাম অরিত্র দাস। তিনি বেহালা শখেরবাজারের বাসিন্দা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অরিত্র দাসের সঙ্গে একটি গ্রুপের পরিচয় হয়। দুদিন আগে অরিত্র দাসকে ম্যাসেঞ্জারের মাধ্যমে মাদক সেবনের বিষয়ে মেসেজ করা হয়। অরিত্র দাস রাজি হয়ে যায়। এরপর তাঁকে হরিদেবপুর জোড়া পুকুর এলাকায় আসতে বলা হয়। রাতে সেখানে এলে এক যুবতীর সঙ্গে অরিত্রর দেখা হয়। অভিযোগ, সেই সময় একটি স্করপিও গাড়ি করে পাঁচজন যুবক আসে এবং যারা নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়। সেখানে কোনও মেয়ে ছিল না বলে অভিযোগ।
যুবকের অভিযোগ, তাঁকে নানা ভাবে ভয় দেখিয়ে অপহরণ করে পুলিশ পরিচয় দেওয়া ওই ব্যক্তিরা। তারপর অভিযোগকারী যুবককে গাড়িতে তুলে প্রায় ২ ঘণ্টা ধরে বিভিন্ন জায়গায় ঘোরানো হয়। এবং বলা হয় এক লক্ষ টাকা দিতে হবে, না দিলে গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়া হবে। যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে টাকা চাওয়া হয়। এরপর ৪০ হাজার টাকা দেওয়া হয়। তখন তাঁকে ছাড়া হয়। আরও ২০ হাজার টাকা দিলে ওই যুবকের মোটরবাইক ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:উপপ্রধানের দায়িত্ব সামলাতে পারবেন তো কাজল
এই ঘটনার পর মুক্তি পেয়ে ওই যুবক প্রতারকদের বিরুদ্ধে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ একজন প্রতারককে গ্রেফতার করে। এখন তাকে জেরা করে বাকিদের নাগাল পেতে চাইছে পুলিশ। ওই একজন প্রতারককে নাকতলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এখন বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে হরিদেবপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, আগেও এই গ্রুপটি অনেক যুবককে নেশা করার প্রলোভন দেখিয়ে প্রতারণা করেছে। এটাই এদের কাজ। পুলিশ সব প্রতারকদের ধরতে চাইছে।