কলকাতা: মেটিয়াব্রুজ থানার অন্তর্গত খাসি গলিতে ক্ষতবিক্ষত অবস্থায় মাটিতে পড়ে যুবক। ঘটনায় চাঞ্চল্য এলাকাজুড়ে। আহত যুবক এসএসকেএমে চিকিৎসাধীন।
শনিবার রাত ১১ টা নাগাদ মেটিয়াব্রুজের খাসি গলিতে এক যুবককে রক্তাত্ব অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে গার্ডেন রিচ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। যুবকের অবস্থা আশঙ্কাজনক থাকার কারণে তাঁকে ওই হাসপাতাল থেকে এসএসকেএমে পাঠানো হয়।
আরও পড়ুন- ৫ মাসের অন্তঃসত্ত্বা খুন সোনারপুরে, অভিযোগ স্বামীর বিরুদ্ধে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ওই যুবকের নাম মোহাম্মদ ফিরোজ। বয়স ২৪ বছর। পেশায় রিক্সাচালক। ওই যুবককে বয়ান থেকে জাভেদ নামে এক ব্যক্তির কথা জানতে পারে পুলিশ। ওই দুই যুবক মদ্যপ অবস্থায় ছিল। নিজেদের মধ্যে বচসার কারণেই মোহাম্মদ নামের ওই যুবককে ধারাল কিছু দিয়ে কোপায় জাভেদ নামের ওই যুবক। তারপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ফেলে পালায়।
আরও পড়ুন- দিল্লির দলিত শিশুকে ধর্ষণ-খুনের ঘটনায় ৩০ দিনের মধ্যে চার্জশিট জমা দিল পুলিশ
আহত যুবকের বোন নাসিমা আরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছে। আহত ব্যক্তির বয়ান এবং তাঁর বোনের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই জাভেদকে গ্রেফতার করেছে পুলিশ।