কলকাতা: রবিবার সকালে শহর কলকাতায় (Kolkata) মর্মান্তিক দুর্ঘটনা। বন্ধুর বাবার মারে মৃত্যু তরুণের। ঘটনাটি ঘটেছে বেহালার (Behala) সখেরবাজারে। জানা গিয়েছে, মদ্যপান নিয়ে চার বন্ধুর মধ্যে বচসা বাধে। তিন বন্ধু মিলে একজনকে মারধোর করে। ওই তরুণ তাঁর বাবাকে ফোন করে ডাকেন। ঘটনাস্থলে এসে তরুণ ও তাঁর বাবা এক বন্ধুকে মারধর করে। তারপরই ছেলেটি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
আরও পড়ুন: রবিবার কি ‘রেনি ডে’? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে চারজন বন্ধু একসঙ্গে বেরোন। রাতভর মদ্যপান করেন তাঁরা। রবিবার ভোরে সখেরবাজারের সুপারমার্কেটের সামনে বসেও চলে মদ্যপান। এদিন সকাল সাড়ে ৬টার দিকে তাঁদের মধ্যে বচসা বাধে। তিনজন মিলে বাপি নামের একজন বেধড়ক মারধোর করেন। তিনজনের মধ্যে একজন ফোন করে তাঁর বাবাকে ডাকেন বলে জানা যাচ্ছে। অভিযোগ, এরপরেও চলে মারধোর।
স্থানীয় ব্যবসায়ীরা সকালে দোকান খুলতে গিয়ে ওই যুবককে অচৈতন্য অবস্থায় দেখেন। তড়িঘড়ি বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বাপিকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় তীব্র শোরগোল এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। চার অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। চলছে তদন্ত।
দেখুন আরও খবর: