কলকাতা: মাথা খাটিয়ে ফেসবুক লাইভ (Facebook Live) করে লোকাল ট্রেনে (Local Train) শ্লীলতাহানির (Woman Harassment) হাত থেকে নিস্তার পেলেন এক তরুণী। ফেসবুক লাইভে তিনি পরিচিতদের উদ্দেশে সাহায্যের আর্তিও জানান। শুক্রবার রাতের ডাউন শান্তিপুর লোকালে (Shantipur Local) মহিলা কামরার ঘটনা। আতঙ্কিত তরুণী দমদম স্টেশনে (Dumdum station) জিআরপি (Grp) থানায় অভিযোগ জানান। মোবাইলে অভিযুক্তের ছবি থাকলেও শনিবার বিকেল পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। এই ঘটনায় রাতের লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।
কী ঘটেছিল শুক্রবার রাতে?
দক্ষিণ কলকাতার বাসিন্দা ওই তরুণী ডাউন শান্তিপুর লোকালে করে বাড়ি ফিরছিলেন। মহিলা কামরায় তিনি যখন ওঠেন, তখন বেশ ভিড় ছিল। ক্রমে কামরা ফাঁকা হতে থাকে। দমদমে ট্রেন ঢোকার পর ওই তরুণী নেমে পড়েন। পাশের প্ল্যাটফর্মে মাঝেরহাট লোকাল দাঁড়িয়ে ছিল। স্টেশনের এক হকারকে জিজ্ঞেস করে তিনি জানতে পারেন, মাঝেরহাট লোকাল নিউ আলিপুরে যাবে না। শেষে তরুণী ফের শান্তিপুর লোকালেই তিনি চেপে বসেন।
ততক্ষণে খালি হয়ে গিয়েছে শান্তিপুর লোকাল। ট্রেন চলতে শুরু করলে আচমকাই এক যুবক ওই চলন্ত ট্রেনে উঠে পড়ে। কামরা ফাঁকা থাকায় ওই যুবক চড়াও হয় তরুণী উপর। চেষ্টা করে শ্লীলতাহানি করার। কোনও উপায় না পেয়ে ট্রেনের চেন টানেন ওই তরুণী। তাও ট্রেন থামেনি। এরপর উপায় না পেয়ে ফেসবুক লাইভ করতে শুরু করে দেন তিনি। বলতে শুরু করেন,’এই লোকটা আমার গায়ে হাত দিচ্ছে।’ ওই লাইভ শুরু হতেই ট্রেনের দরজার কাছে চলে যায় ওই যুবক।
আরও পড়ুন- Madan Mitra: ‘খারাপ মেসেজ পাচ্ছি’, মদন ‘স্যর’-এর সঙ্গে ঘনিষ্ঠ ছবি ভাইরালের পর মন্তব্য তরুণীর
এরপর লাইভ চলাকালীন দ্বিতীয়বার ওই তরুণীর উপর চড়াও হয় যুবক। টাকা-পয়সা, মোবাইল যা আছে তাকে দিয়ে দিতে বলে। তরুণীর দাবি, তিনি চিৎকার চেঁচামেচি না করে ঠান্ডা মাথায় গোটা পরিস্থিতি সামাল দেন। পরে তিনি দমদম জিআরপিতে অভিযোগ দায়ের করেছেন। জিআরপির এক অফিসার জানান, অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে।