কলকাতা: চার কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কাছে শোচনীয়ভাবে হেরেছে বিজেপি৷ যার মধ্যে তিনটি আসনে জমানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে বিজেপি প্রার্থীদের৷ মাত্র কয়েক মাসের মধ্যে নির্বাচনে বিজেপির এমন ভরাডুবি দেখে কেন্দ্রের শাসক দলকে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ টুইট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, এটাকেই প্রকৃত অর্থে শব্দবাজিহীন দিওয়ালি বলে৷ বিজেপিকে দিওয়ালির শুভেচ্ছা৷
A cracker free Diwali in true sense. Wishing folks at @BJP4India a very Happy Diwali!?
— Abhishek Banerjee (@abhishekaitc) November 2, 2021
অভিষেকের আগেই টুইট করে দলের প্রার্থীদের জয়ের শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ টুইট করে তিনি লিখেছিলেন, চার জয়ী প্রার্থীকে আমার অভিনন্দন৷ এটা মানুষের জয়৷ এই নির্বাচন বুঝিয়ে দিয়েছে বাংলার মানুষ ঘৃণার রাজনীতি নয়, উন্নয়ন এবং সংহতি চায়৷ মানুষের আর্শীবাদ সঙ্গে নিয়ে আমরা বাংলাকে নতুন উচ্চতায় নিয়ে যাব৷
রাজ্যের চারটি উপনির্বাচনে সবুজ ঝড়৷ এমনকি বিজেপির উত্তরের গড় দিনহাটা আসনটি পকেটে পুড়েছে তৃণমূল৷ ওই কেন্দ্রে রেকর্ড মার্জিনে জিতেছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ৷ তিনি জিতেছেন ১ লক্ষ ৬৩ হাজারের বেশি ভোটের ব্যবধানে৷ গোসাবা, খড়দহের তৃণমূল প্রার্থীর চেয়ে তাঁর জয়ের ব্যবধান সবচেয়ে বেশি৷ গোসাবায় তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল জিতেছেন ১ লক্ষ ৪১ হাজারের বেশি ভোটে৷ খড়দহে শোভনদেব চট্টোপাধ্যায় জয়ী হয়েছেন ৯৩ হাজার ৮৩২ ভোটে৷ শান্তিপুরে জিতেছেন তৃণমূলের ব্রজকিশোর গোস্বামী৷