ওয়েবডেস্ক- অমিত শাহ (Amit Shah) আসছেন। অন্যান্য কমসূচির ফাঁকে দলের সাংগঠনিক বৈঠক করবেন তিনি। পাখির চোখ ২০২৬ বিধানসভা নির্বাচন (2026 Assemble Election)। তার আগেই অমিত শাহের বঙ্গে আগমন অবশ্যই তাৎপর্যপূর্ণ। শাহি সফরের কি বার্তা আসতে পারে, সেদিকেই তাকিয়ে আছে বঙ্গ বিজেপি। এদিকে এই আবহেই রয়েছে বঙ্গ বিজেপির স্থায়ী সভাপতি নির্বাচন (President Bengal Bjp) । কবে সুরাহা হবে? সেটাই আপাতত দলীয় কর্মীদের কাছে একটি বড় প্রশ্ন।
অমিত শাহ বঙ্গ সফরের আগে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি রাজ্যে গিয়ে কোনও দিনই সাংগঠনিক বিষয় নিয়ে মাথা ঘামাননি। যা করেন দিল্লিতে বসে কথা বলেন। কিন্তু অমিত শাহের বঙ্গ সফর মানেই দলের সংগঠন নিয়ে বৈঠক, কোথায় খামতি, কোথাও আরও জোর দিতে হবে সেই নিয়ে চুলচেরা বিশ্লেষণ। এবারেও সেই বৈঠকে আশায় দিন গুণছে বিজেপি।
এবার তাই বিজেপি ছোটবড় নেতাদের আশা , রাজ্য সভাপতি নিয়ে বার্তা দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন- মোদির পর বঙ্গ সফরে আসতে চলেছেন অমিত শাহ
সুকান্ত মজুমদারই বিধানসভা নির্বাচন পযন্ত থাকবেন, নাকি নতুন সভাপতি কেউ হবেন। এই চর্চা শুরু হয়ে গেছে বিজেপির অন্দরমহলে। কেউ কেউ বলছেন, নির্বাচন হবে এক বছর মধ্যে। তাই নতুন করে কাউকে সংগঠনে দায়িত্ব না দিয়ে, সুকান্ত মজুমদারকে রেখে একজন কার্যকরী সভাপতি ঘোষণা করতে পারেন। সময় যেহেতু কম, তাই বিজেপি কর্মীরা চাইছেন, কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা করুক এই রাজ্যের সভাপতির বিষয়ে তারা কি ভাবছেন।
এই মূহূর্তে ২৩টি রাজ্য বিজেপি সভাপতির নাম ঘোষণা করতে পারেনি। সর্বভারতীয় সভাপতি নাম এখন ঘোষণা হচ্ছে না! কারণ চূড়ান্ত গোষ্ঠী কোন্দলে দলের এই হাল । কেন্দ্র এবং রাজ্য তাই সভাপতি ঘোষণা বাকি। এই রাজ্য যে হেতু বিধান সভা নির্বাচন সামনে, তাই কর্মীদের আশা অমিত শাহের সফর রাজ্য বিজেপির সভাপতির সঙ্কটে দিশা দেখাবে।
দেখুন আরও খবর-