ওয়েবডেস্ক- এসএসসি (SSC Case) দুর্নীতি নিয়ে চাপানউতোর অব্যাহত রাজ্যে (State Government)। চাকরিহারাদের বিক্ষোভ, মিছিল প্রায় প্রতিদিনের ঘটনা। রাস্তায় নেমে, ধরনা দিয়ে প্রতিবাদ জানিয়ে চলেছেন তারা। তাদের প্রশ্ন, কী অপরাধ করেছেন তারা? পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছেন, তাহলে তাদের সঙ্গে কেন এই ধরনের দুর্নীতি হল? কেন তাদের আবার পরীক্ষা দিতে হবে? এর মধ্যে নতুন করে প্রশ্ন তুলেছে যোগ্য আর অযোগ্যদের নিয়ে।
প্রায় ২৬,০০০ চাকরি বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে ইতিমধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই মামলা হল কলকাতা হাইকোর্ট (High Court)। স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) ২০২৫ সালের নিয়োগ পরীক্ষার যে বিধি প্রকাশ করেছে তা নিয়েই মামলা হয়েছে।
এসএসসি তে কলকাতা হাইকোর্টের একাধিক প্রশ্নের মুখে কমিশন। বিচারপতি সৌগত ভট্টাচার্য এসএসসি তে পুরনো বিধি মেনেই নিয়োগ হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ স্পষ্ট উল্লেখ। তাহলে নতুন নিয়োগ বিধি হল না কেন ? চিহ্নিত অযোগ্যদের কেন নতুন নিয়মে পরীক্ষায় অংশগ্রহণ করতে বাধা দেওয়া হল না? ৩০ মে এর বিজ্ঞপ্তিতে কেন স্পষ্ট করে দেওয়া হল না কারা পরীক্ষায় বসবে কারা বসতে পারবে না? পুরনো বিধিতে সব কিছু স্পষ্ট থাকলেও কেন নতুন বিধি এনে জটিলতা সৃষ্টি করল কমিশন। কমিশনের কাছে বক্তব্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন- চাকরিতে মেয়াদ বাড়ল মনোজ পন্থের
৪৪ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি ও রুল প্রকাশ করা হয়েছে এসএসসি-র তরফে। মামলাকারীর আইনজীবীর বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ২০১৬ সালের সিলেকশন প্রসেস ওই সালের রুল অনুযায়ী করতে হবে। এক্ষেত্রে সেই নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ। পাশাপাশি বয়সের ছাড়ের ক্ষেত্রেও নির্দেশ মানা হয়নি। নির্দেশে বলা হয়েছে, কোনও প্রার্থী একাধিক পরীক্ষয় বসে থাকে, তাহলে প্রতি সিলেকশনে বয়সের ছাড় পাবে। এদিকে নয়া বিজ্ঞপ্তিতে একবার মাত্র সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। অভিজ্ঞতার ক্ষেত্রে ১০ নম্বর করে দেওয়া হয়েছে। সেটাও চ্যালেঞ্জ করা হয়েছে।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর ২০২৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট। শীর্ষ আদালত সেই নির্দেশ বহাল রেখেছে। শীর্ষ আদালতের নির্দেশ মতো নতুন নিয়োগ প্রক্রিয়াও শুরু করেছে কমিশন। সেই নিয়ে জটিলতা দেখা দিয়েছে। সেই মামলাতেই বড় নির্দেশ দিল আদালত।
দেখুন আরও খবর-