কলকাতা: নিছক বদলি করার জন্য কারও বিরুদ্ধে ফৌজদারি চক্রান্তের অভিযোগ আনা যায় না। এক বেসরকারি ব্যাঙ্কের কর্তার বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
মামলাকারী ব্যাঙ্ক কর্মীকে বীরভূম থেকে ত্রিপুরায় বদলি করা হয়। এই নির্দেশের ফলে তার মানসম্মান ও আর্থিক ক্ষতি হবে বলে মামলাকারীর অভিযোগ। নিম্ন আদালত অভিযোগ গ্রহণ করে অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করে। যে নির্দেশ হাইকোর্টের চ্যালেঞ্জ করা হয়।
আরও পড়ুন: যাদবপুর-কাণ্ডে ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ওই কর্মীর বিরুদ্ধে এক মহিলা কর্মীকে যৌন হয়রানি করার অভিযোগ এসেছিল। তাই প্রশাসনিক নির্দেশে তাকে বদলি করা হয়। দ্বিতীয়ত, তিনি বীরভূমে পাঁচ বছরের বেশি সময়কাল রয়েছেন।
অভিযোগ এবং নিম্ন আদালতের নির্দেশ বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় খারিজ করেছেন। সেইসঙ্গে নিম্ন আদালতের সমালোচনা করে রায়ে বলা হয়েছে, কোন নির্দেশ জারি করার সময় যথাযথ বিচারবোধ প্রয়োগ করতে হবে। গতানুগতিক নিয়মে সমন জারি করলে চলবে না।