ওয়েবডেস্ক- ভোট আসছে (Vote), তবে এখনও বঙ্গ বিজেপি (Bengal Bjp) তাদের সভাপতি কে হবেন তা বেছে নিতে পারেনি। শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) ও সুকান্ত মজুমদারের (Sukanta Mazumder) লড়াইতে এগিয়ে আছে শমীক। বড় কোনও অঘটন না ঘটলে শমীক রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি।
রাজ্য বিধান সভা নির্বাচন বাকি আর ৯-১০ মাস। যদি এই স্বল্প সময়ে নতুন করে করে কাউকে সভাপতি না করতে চায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, তবে সুকান্ত মজুমদার থেকে যেতে পারেন নিবাচন অবধি সভাপতি হিসাবে। আর নতুন মুখ নিয়ে আসতে চাইলে, শমীক ভট্টাচার্যকেই বেছে নেবে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন- রাজ্যে প্রথম এআই হাব, কর্মসংস্থান হবে ৫ হাজার পেশাদার কর্মীর, ঘোষণা মুখ্যমন্ত্রীর
তবে আরএসএসের (RSS) প্রথম পছন্দ ছিল দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তারপর নাম ছিল শমীক ভট্টাচার্য। নানা বিতর্ক হবার ফলে দিলীপ ঘোষ রাজ্য সভাপতির দৌড় থেকে কিছুটা দূরে।
রাজ্যের বিরোধী দল নেতা যাদের চেয়েছিলেন , তাদের খুব গুরুত্ব দেয়নি কেন্দ্রীয় নেতারা। ফলে শেষ দিকে সুকান্তকে আটকাতে শমীকের জন্য লড়াই করে বিরোধী দল নেতা। শুভেন্দু এই লড়াই এবং দেশের হয়ে বিদেশে অপারেশন সিঁদুর নিয়ে ভালো ভাষণের জন্য খুশি প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় নেতারা।
প্রায় চার দশক বিজেপির সঙ্গে যুক্ত শমীক ভট্টাচার্য । কিন্তু কয়েক বছর আগে রাজ্য বিজেপির সব কিছু থেকে বাদ দেওয়া হয়েছিলো শমীককে । গত বছর ২০২৪ থেকে আবার তার উত্থান। প্রথমে রাজ্য সভার সাংসদ, তার পর রাজ্য সভাপতি পদে এগিয়ে। এর পুরোটাই আর এসএস শমীকের জন্য লড়ে গেল।
দেখুন আরও খবর-