কলকাতা: ২৭ এপ্রিল পরীক্ষা হয়েছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (Joint Entrance)। ইতিমধ্যেই দু’মাস অতিক্রান্ত হয়েছে। কিন্তু এখনও ফল প্রকাশিত হয়নি। কবে প্রকাশিত হবে সেই ফল ? খোলসা করলেন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দোপাধ্যায় (Sonali Chakraborty Banerjee)।
আরও পড়ুন: মেডিক্যাল রেজিস্ট্রেশন বাতিলের পর এবার হাইকোর্টের দ্বারস্থ শান্তনু সেন
শুক্রবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আপাই অনুষ্ঠিত ইঞ্জিনিয়ারিংয়ের প্রি-কাউন্সেলিংয়ে মেলায় যোগ দিয়ে তিনি বলেন, ‘আমরা পরিকল্পনা করেছিলাম ৫ জুন ফল প্রকাশ করব। কিন্তু এর মধ্যে ওবিসি সংক্রান্ত মামলার বিষয়টি চলে আসে। আমাদের দায়িত্ব পরীক্ষা নেওয়া। কিন্তু আমরা কোন সংরক্ষণের সূত্র মানব সেটা ঠিক করা নেই। আমরা ফল প্রকাশ করতে প্রস্তুত। যেরকম নির্দেশ পাবো সেই মতো কাজ করব।’
দেখুন আরও খবর: