কলকাতা: আজ মাসির বাড়ি থেকে জগন্নাথদেবের ঘরে ফেরার দিন৷ মহাসমারোহে সপ্তাহ কাটিয়ে মাসির বাড়ি থেকে নিজের মন্দিরে ফিরবেন জগন্নাথ (Jagannath)৷ সকাল থেকেই শুরু হয়েছে ব্যস্ততা৷ দিঘা ও পুরীতে জনসমাগম৷ পিছিয়ে নেই কলকাতায়। ভিড়ে কোনওরকম বিশৃঙ্খলা এড়াতে কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন৷ ভক্তদের সমাগমের জন্য শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে (Rath Yatra 2025)।
এদিন কলকাতায় শোভাযাত্রা শুরু হবে পার্ক স্ট্রিট মেট্রোর কাছে আউটরাম রোড থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-আউটরাম রোড-জেএল নেহরু রোড-ডোরিনা ক্রসিং- মৌলালি ক্রসিং-সিআইটি রোড-পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং- হাঙ্গারফোর্ড স্ট্রিট-ইস্কন মন্দির পর্যন্ত।
আরও পড়ুন: উল্টো রথ ও মহরমে শহরে নিরাপত্তায় জোর লালবাজারের
দিনভর কড়া নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে তিলোত্তমা। রাস্তায় রাস্তায় মোতায়েন থাকবে ৫০০০ পুলিশ। শুধু ট্র্যাফিক নিয়ন্ত্রণ নয়। নিরাপত্তার বিষয়টিতেও বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান পুলিশকর্তারা।
উল্লেখ্য, উল্টো রথ উপলক্ষ্যে শহরের বিভিন্ন প্রান্তে শোভাযাত্রা বেরোবে। ফলত, শহরের বেশ কিছু রাস্তায় সাময়িক ভাবে ট্র্যাফিকের গতি শ্লথ হওয়ার সম্ভাবনা। শুক্রবার লালবাজারের তরফে জানানো হয়েছে, এদিন শহরের রাস্তায় রাস্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেবে ট্রাফিক কন্ট্রোলরুম।
দেখুন আরও খবর: