কলকাতা: শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি মানিকতলার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে। শুক্রবার নিজের দফতরে কর্মব্যস্ততার মধ্যেই আচমকা শ্বাসকষ্ট অনুভব করেন তিনি।চিকিৎসার জন্য বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মন্ত্রীকে।
আরও পড়ুন:যশে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সাহায্য পাঠালেন মমতা
হাসপাতাল সূত্রের খবর, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসারা জানিয়েছেন, কাশি ও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাঁর। চিকিৎসার জন্য বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। মন্ত্রীর মেয়ে শ্রেয়া মণ্ডল জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। বিধানসভা নির্বাচনের আগেও একবার শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন সাধন পাণ্ডে, কিছুদিন চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে।