কলকাতা: তৃণমূলের সাসপেন্ডেড নেতা চিকিৎসক শান্তনু সেনের (Santanu Sen) দু বছরের জন্য রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল (West Bengal Medical Council)। কিছুদিন আগে অভিযোগ দায়ের হয়েছিল কাউন্সিলে, চিকিৎসক শান্তনু সেন এফআরসিপি গ্লাসগো নামে একটি বিদেশি ডিগ্রী, তার প্রেসক্রিপশনে ব্যবহার করছেন। এই নিয়ে তদন্ত শুরু হয়। কমিশন জানতে পারে এটি ডিগ্রী নয় আসলে সার্টিফিকেট। তাও কাউন্সিলের অনুমতি নেওয়া হয়নি। তাই রোগীকে এই ধরনের ডিগ্রী দেখিয়ে ঠকানো হয়েছে বলে প্রমাণিত হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে দু’বছর রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল।
আরজি কর কাণ্ডে দলীয় অবস্থানের বিরুদ্ধে মুখ খোলার পর থেকেই শান্তনু সেনের সময়টা ভালো যাচ্ছে না। দল থেকে তাঁকে সাসপেন্ড করেছিল তৃণমূল। এবার ডাক্তারির রেজিস্ট্রেশনটাও গেল শান্তনু সেনের। ভুয়ো ডিগ্রি ব্যবহার করায় শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল করেছে সুদীপ্ত রায়ের নেতৃত্বাধীন রাজ্য মেডিক্যাল কাউন্সিল। অন্তত ২ বছর কারও চিকিৎসা করতে পারবেন না তিনি। পালটা আক্রমণ শানিয়ে শান্তনুবাবু বলেন, আমি হাসপাতাল খুলে তোলাবাজি করি না।
আরও পড়ুন: শমীকের সংবর্ধনা মঞ্চেও নেই দিলীপ ঘোষ, কারণ কী?
উল্লেখ্য জুন মাসে ডাঃ শান্তনু সেনকে নোটিস পাঠায় রাজ্য মেডিক্যাল কাউন্সিল। সেই নোটিসে জানানো হয়, ‘প্রফেশনাল লেটারহেড’-এ FRCP (গ্লাসগো) ডিগ্রি ব্যবহার করা হলেও সেটি মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ায় রেজিস্ট্রার্ড নেই। নিয়ম অনুযায়ী, ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট এর সেকশন ২৬ অনুযায়ী যে কোনও ডিগ্রি মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ায় নথিভুক্ত করা বাধ্যতামূলক। যদিও শান্তনু আগে দাবি করেছিলেন, ‘আমি কোনও অন্যায় করিনি। অভিযোগ ওঠার পর শান্তনু সেন দাবি করেন, কাউন্সিল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে তলব করেছে, কোথাও কোনও অনিয়ম হয়নি।
দেখুন ভিডিও