কলকাতা : প্রায় ৬ মাস বন্ধ থাকার পর রবিবার থেকে চালু হল লোকাল ট্রেন। একেক জায়গার ছবি একেক রকম। ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন পরিষেবা চালু হতেই বাদুড়ঝোলা ভিড়। রবিবার হওয়া সত্ত্বেও ফাঁকা নেই। সেই চেনা ছবিই দেখা গেল রবিবারে।
পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় পরিবহণ খরচ আগের থেকে অনেকটাই বেড়েছে। এই পরিস্থিতিতে ট্রেন চালু হওয়ায় যাতায়াত খরচ কমবে বলে খুশি যাত্রীরাও। লোকাল ট্রেন চালু হওয়ায় ফের রোজগারের মুখ দেখতে পাবে হকাররাও।
আরও পড়ুন : আগামী সোমবার থেকে কলকাতায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে কোভ্যাক্সিনের প্রথম ডোজ
লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করে তোলার পাশাপাশি স্যানিটাইজেশনেও জোর দেওয়া হয়েছে। যাত্রীদের মধ্যে দূরত্ব-বিধি বজায় রাখতে একটি সিটের মাঝের অংশে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে। তবুও, কে আর মানছে সেই নিয়ম। যাত্রীদের মধ্যে সতর্কতামূলক প্রচার চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। তবে, কতটা ভিড় নিয়ন্ত্রণ করা যাবে, তা নিয়েও সংশয় থেকেই যাচ্ছে।