কলকাতা: প্যাচপ্যাচে গরমের মধ্যেই স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, খুব শীঘ্রই বদলাতে চলেছে বঙ্গের আবহাওয়া। আগামী পাঁচ দিন ঝড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওডিশায়।
শনিবার কলকাতায় সকাল থেকে রোদের তেজ থাকলেও, বেলা বাড়তেই আংশিক মেঘলা হয়ে যায় আকাশ। বিকাল থেকেই বিভিন্ন জেলায় বইতে শুরু করেছে ঝড়ো হাওয়া। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার ও রবিবারের মধ্যে কালবৈশাখীর সম্ভাবনা থাকছে কলকাতায়। রবিবার থেকে থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এবং পশ্চিম বর্ধমান জেলায়। সঙ্গে বইবে হালকা ঝোড়ো হাওয়া।
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সর্তকতা আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে।
Scattered to fairly widespread light/moderate rainfall with isolated thunderstorm/lightning/gusty winds likely over Bihar, Jharkhand, Gangetic West Bengal and Odisha during next 5 days.
— India Meteorological Department (@Indiametdept) May 21, 2022
আরও পড়ুন- Kolkata Rainfall: আকাশ মুড়েছে কালো মেঘে, আর কিছুক্ষণ, কলকাতায় ঝেপে নামছে বৃষ্টি
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আন্দামান সাগর পেরিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ প্রভাব বিস্তার করেছে। দক্ষিণ বঙ্গোপসাগরে বেশিরভাগ এলাকা এবং মধ্য বঙ্গোপসাগরের বেশকিছু এলাকায় ঢুকে পড়েছে। আগামী ২১ দিনে দক্ষিণ আরব সাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ এলাকায় ঢুকে পড়বে মৌসুমী বায়ু। নির্ধারিত সময়ের আগে ২৭ মে-র ভারতের মূল ভূখণ্ড কেরলে ঢুকবে বর্ষা।