কলকাতা: নতুন বছরের শুরুতে ঠান্ডা থাকলেও ক্রমশই উধাও হচ্ছে শীতের আমেজ। পশ্চিমী ঝঞ্জার কারণে রোজই বাড়ছে তাপমাত্রা। এর মধ্যেই সুখবর দিল হাওয়া অফিস। আগামী সপ্তাহের শুরুতেই মেঘে ঢাকবে আকাশ। কলকাতাসহ জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা বৃহস্পতিবারের তুলনায় এক ডিগ্রি বেশি। যখন ক্রমশই বাড়ছে তাপমাত্রা তখন হাওয়া অফিস থেকে বৃষ্টির পূর্বাভাস জারি করল।
আগামী সপ্তাহের শুরুতেই বৃষ্টিতে ভিজবে দুই বঙ্গ। কলকাতা সহ রাজ্যের ৭ জেলায় বষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি চলবে বৃষ্টি। ১১ জানুয়ারি হালকা বৃষ্টি হলেও ১২ জানুয়ারি থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকী হতে পারে ভারী বৃষ্টিও।
আরও পড়ুন- Gangasagar Mela: তিন সদস্যের কমিটির নজরদারিতে গঙ্গাসাগর মেলার অনুমতি কলকাতা হাই কোর্টের
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। ১২ জানুয়ারি থেকে দার্জিলিং, কালিম্পং ও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
— IMD Kolkata (@ImdKolkata) January 7, 2022