কলকাতা: শীতের দাপট শুরু না হলেও রাজ্যজুড়ে পারদের পতন ঘটেছে। ইতিমধ্যে উত্তরে হাওয়ার প্রভাব দেখা যাচ্ছে জেলায় জেলায়। দক্ষিণবঙ্গে গত কয়েকদিনের মতো আগামী সপ্তাহের শুরু পর্যন্ত শুষ্ক আবহাওয়ার ধারা অব্যহত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আলিপুর জানিয়েছে যে, আগামী বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবারও আবহাওয়া শুষ্ক থাকবে। তবে বুধবার এবং বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা নেই।
আরও পড়ুন: শীতের শুরুতেই ধরাছোঁয়ার বাইরে শাক-সবজি! কেন মূল্যবৃদ্ধি?
কলকাতার আকাশ বুধবার পরিষ্কার থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বুধবার থেকে রবিবার পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে মৌসম ভবন। তবে বুধবার ও বৃহস্পতিবার সকালে দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে, ভারতীয় মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এটি পরবর্তী দু’দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগিয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য মেলেনি। তাই এখনও কোনওরূপ সতর্কতা জারি করা হয়নি।
দেখুন আরও খবর: