কলকাতা: রাজ্যে শুরু হল বৃষ্টি। এক ধাক্কায় অনেকটাই বাড়ল তাপমাত্রাও। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবহাওয়ার পরিবর্তন(Todays Weather Forecast) হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর(Alipur Meteorological department)। পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়া ও পুবালি হওয়ার সংঘাতে বৃষ্টি শুরু রাজ্যে। ৬ ফেব্রুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। সকাল ১০টায় কালো মেঘে ঢেকে যায় কলকাতা শহর(Saraswati Puja)।
শুক্রবার সকাল থেকেই মেঘলা আকাশ। আজ ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের সব জেলা ও দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। শনিবার সরস্বতী পুজোর দিনেও হবে বৃষ্টি। তাই প্রস্তুতিতে ব্যাঘাত। সরস্বতী পুজোর মুখে মুখভার কচিকাঁচাদের। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। তবে ফের তাপমাত্রা কমবে এবং শীতের আমেজও ফিরবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতায় সকালে হালকা কুয়াশা থাকলেও সারাদিন মেঘলা আকাশ থাকবে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাস জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ। রয়েছে হালকা বৃষ্টির সম্ভবনা। শনিবারও সকাল থেকে চলবে হালকা বৃষ্টিপাত জানিয়েছে আবহাওয়া দফতর। বেলা বাড়লে পরিস্থিতি উন্নতির সম্ভবনা।
আরও পড়ুন: Mahua Moitra: সংসদে বক্তৃতায় বাধা পেয়ে মহুয়ার কটাক্ষ, কেন্দ্রকে লাড্ডু খাওয়ানোটা আমার কাজ নয়
দক্ষিণবঙ্গে শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারও দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে। সকালের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে প্রায় সব জেলাতেই। দিনভর দু-এক পশলা বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলায়। বেলা বাড়লে পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে রবিবার থেকে নামবে পারদ, মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে।
শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার ভারী বৃষ্টির সর্তকতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা দুটোই বাড়বে। শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির হবে। দার্জিলিং, কালিম্পং এবং পার্বত্য এলাকাজুড়ে হালকা বৃষ্টি চলবে আরও দুই দিন। আগামী দু’দিনে দার্জিলিংয়ের উপরে হালকা তুষারপাত হতে পারে। শুক্র ও শনিবার পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা রয়েছে জানাচ্ছে আবহাওয়া দফতর।