কলকাতা : নিম্নচাপ অক্ষরেখার জেরে ভোর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বজ্রগর্ভ মেঘের সঞ্চারে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জলীয় বাস্পের কারণে বৃষ্টি চলবে। এদিন আলিপুরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ।
আরও পড়ুন:পরিচয়ের অভাবে ভবিষ্যৎ অনিশ্চতার মুখে শিশুরা
গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে ২০ মিলিলিটার। দক্ষিণবঙ্গের একাধিক জেলা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলির বেশকিছু এলাকায় রবিবাসরীয় সকালে বৃষ্টি শুরু হয়েছে। রাতভর টানা বৃষ্টি হয়েছে হুগলির খানাকুল, গোঘাট সংলগ্ন অঞ্চলে। বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির অবনতি হতে শুরু করেছে। বৃষ্টির জেরে নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার রাত থেকেই ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী ৩ দিনে বৃষ্টির জেরে আগাম সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। বৃষ্টির কারণে ধসের আশঙ্কা রয়েছে দর্জিলিং ও পাহাড় সংলগ্ন অঞ্চলে।