কলকাতা: এক সপ্তাহ আগে ভারী বৃষ্টিতে ভেসেছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি৷ সেই জলযন্ত্রণা থেকে মুক্তি পেতে না পেতেই হাজির আরও একটা ঘূর্ণাবর্ত৷ দোসর মৌসুমী অক্ষরেখা৷ তার প্রভাবে আজ বুধবার সকাল থেকে কলকাতায় শুরু হয়েছে ভারী বৃষ্টি৷ ঘণ্টা চারেকের টানা বৃষ্টিতে মহানগর যেন ভেনিস নগরী৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত রেকর্ড বৃষ্টি হয়েছে কলকাতায়৷ সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে উল্টোডাঙা (১১১ মিলি)৷ তার পর পামার বাজার (১০৮ মিলি)৷ আরও দু’দিন দুর্যোগ চলবে৷ ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ শুক্রবারের পর বৃষ্টিপাতের পরিমাণ কমবে৷
আরও পড়ুন: বাংলার বন্যা ‘ম্যান মেড’, দাবি মমতার
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে উপকূল এলাকায় পড়েছে৷ পাশাপাশি শ্রীনিকেতন, ডায়মন্ড হারবারের উপর দিয়ে বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা৷ ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আজ থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাত হবে৷ কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হবে৷
আজ থেকে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর লাগোয়া হাওড়া, হুগলি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ আর বাকি জেলাগুলি যেমন কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলোর দুই-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ আগামিকাল থেকে দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কমবে। এদিকে ভারী বৃষ্টির ফলে নদীতে জলস্তর বৃদ্ধি পেতে পারে।