কলকাতা: গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। চড়া রোদ আর গরমে প্রাণ ওষ্ঠাগত দক্ষিণবঙ্গের (WB Weather Forescast) বাসিন্দাদের। কিন্তু এখনই সুখবর নেই তাঁদের জন্য। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গে স্বস্তির নিঃশ্বাস। দক্ষিণ পশ্চিম দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস উত্তর-পূর্ব ভারতের দিকে যাওয়ার সময় হিমালয়ের পাদদেশে বৃষ্টি হচ্ছে। ফলে উত্তরবঙ্গের পাঁচ জেলায় সোমবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতা সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলি এদিন আংশিক মেঘলা থাকবে। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির আকাশ রোদ ঝলমলে থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিকর পরিবেশ থাকার সম্ভাবনা। আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় আপাতত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় এদিনও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। উল্টে বিহার ও ঝাড়খণ্ডে তাপপ্রবাহের জেরে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আরও পড়ুন: Milan Mela Reopen: নবরূপে সেজেছে মিলন মেলা প্রাঙ্গন, সোমবার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
রবিবারই জলপাইগুড়িতে কালবৈশাখীর দাপটে ভরদুপুরেই নেমে এসেছিল অন্ধকার। ঝড়ের তাণ্ডবে শহরের বেশ কিছু জায়গায় বৈদ্যুতিক খুঁটি এবং গাছ ভেঙে পড়ে। বেশ কিছুক্ষণ বন্ধ থাকে যানবাহন চলাচল। উত্তর দিনাজপুরের কিছু জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। ফসলে ক্ষতির সম্ভাবনা রয়েছে ওই শিলাবৃষ্টিতে। তবে উত্তরের এই আবহাওয়ার ছিটেফোঁটাও জুটছে দক্ষিণবঙ্গবাসীর।