কলকাতা: এবার আধার কার্ড (Aadhaar Card) নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়াল রাজ্য সরকার। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, যাদের আধার কার্ড বাতিল হয়েছে, তাদের জন্য রাজ্য সরকার আলাদা কার্ড দেবে। তার জন্য একটি পোর্টাল করা হচ্ছে। মঙ্গলবার থেকেই সেই পোর্টাল চালু হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর দাবি, তিন চারদিনের মধ্যে আধার কার্ড বাতিল হয়ে যাওয়া মানুষজন বিকল্প কার্ড পেয়ে যাবে।
এদিন নবান্নে মুখ্যসচিব বি পি গোপালিকাকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি কড়া ভাষায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন। মমতা বলেন, বাংলায় বেশি আসন পাওয়ার জন্য দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি। তাই আধার বাতিল করার মতো নোংরা খেলায় মেতেছে ওরা। গুন্ডামি করে গায়ের জোরে বাংলায় ভোটে জেতা যাবে না। এটা অন্য কোনও রাজ্য নয়, এর নাম পশ্চিমবঙ্গ। সেটা মনে রাখবেন।
আরও পড়ুন:কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৫)
মমতা বলেন, গায়ের জোরে যা খুশি, তাই করে যাবেন, বাংলার মানুষ তা মেনে নেবে না। লোকসভা ভোটের (Loksabha Election 2024) আগে জেলায় জেলায় আধার কার্ড বাতিল করা হচ্ছে। নদীয়া, জলপাইগু়ড়ি, উত্তর ২৪ পরগনায় বহু মানুষের আধার কার্ড বাতিল করা হয়েছে। সব চেয়ে বেশি কার্ড বাতিল হয়েছে মতুয়াদের। তিনি বলেন, এবার মতুয়ারা বুঝুন, কী হচ্ছে আপনাদের নিয়ে। তবে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা যখন ভোট দিচ্ছেন, তখন আপনারা এখানকার নাগরিক। কেউ আপনাদের তাড়াতে পারবে না। মুখ্যমন্ত্রী বলেন, ভোট এলেই বিজেপি নানা ফন্দি বার করে। আধার বাতিলের পিছনে রয়েছে এনআরসির খেলা। আমরা এনআরসি করতে দেব না। আধার নিয়ে কোনও ছেলেখেলা বরদাস্ত করব না।
আরও পড়ুন: রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি এবার জাতীয় মহিলা কমিশনেরও
এদিকে এদিনই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে দাবি করেন, ২৪ ঘণ্টার মধ্যে বাতিল হওয়া আধার কার্ডগুলি সক্রিয় হয়ে যাবে। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন। শুভেন্দু তাঁদের ধন্যবাদও জানান। তিনি জানান, রাঁচিতে আধারের আঞ্চলিক অফিসের ভুলের জন্য কিছু বিভ্রান্তি হয়েছে। কিছু আধার বাতিল হয়েছে। কেন্দ্রীয় সরকার এই ঘটনার তদন্তও করছে। তবে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর দিল্লিতে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে। এর জন্য আমি ক্ষমা চাইছি। যাদের আধার কার্ড বাতিল হয়েছে, তাদের কার্ড চালু করার জন্য একটি ফর্ম পূরণ করতে হবে। তিনি একটি মোবাইল নম্বর এবং একটি ই মেল আইডি দিয়ে বলেন, এখানে যোগাযোগ করলে আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে সকলকে সাহায্য করব। সকালে অমিত শাহ, অশ্বিনী বৈষ্ণ একটি বৈঠক করেন। সেই বৈঠকে শান্তনু ঠাকুর এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও উপস্থিত ছিলেন।
অন্য খবর দেখুন