কলকাতা: পুরভোটের দামামা বেজেছে শহর জুড়ে। আজই নির্বাচনী প্রচারের শেষ রবিবার। কারণ ১৯ ডিসেম্বরে কলকাতায় পুরভোট। সেই কারণেই শেষ রবিবাসরীয় প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছেন বাম থেকে ডান সকলেই।
রবিবার, ছুটির দিনে জনসংযোগ করতে কসুর করলেন না কেউ। যাদবপুরে র ৮বি সুপারমার্কেটের সামনে থেকে ৯৬ নং ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দিপালী গোস্বামীকে নিয়ে একটি মিছিল শুরু হয়।এই মিছিলের রোগ দেন ৯৫ নং ওয়ার্ডের বাম প্রার্থী অন্বেষা ও ৯৯ নং ওয়ার্ডের প্রার্থী শিখা মুখার্জি।
এই মিছিলে বাম ছাত্র যুব দের উপস্হিতি ছিল চোখে পড়ার মতো। এছাড়াও তাঁদের সমর্থনে প্রচারে ছিলেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty), বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikashranjan Bhattachrya) এবং অভিনেতা বাদশা মৈত্র (Badsha Maitra)। এলাকার বিভিন্ন রাস্তা ঘুড়ে মিছিল শেষ হয় বাঘাযতীন মোড়ে।
এদিনের মিছিলে বাম ছাত্র যুবরা
আরও পড়ুন – বাম প্রচারে মুখ ফসকে তৃণমূল! ভিডিয়ো হল ভাইরাল
মিছিলে উপস্থিত সুজন চক্রবর্তী, বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং অভিনেতা বাদশা মৈত্র