কলকাতা: সোমবার থেকে রাজ্যে চালু হচ্ছে বিধিনিষেধ। রবিবার নবান্নে জরুরি বৈঠকে বেশ কিছু বিধিনিষেধের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব। হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। সন্ধে ৭টা পর্যন্ত লোকাল ট্রেন চলবে। আপাতত মুম্বই এবং দিল্লি থেকে সপ্তাহে দু’দিন বিমান পরিষেবা চালু থাকবে। বাকি দিনগুলিতে এই দুই মেগাসিটি থেকে কোনও বিমান শহরে নামতে পারবে না।
সোমবার থেকে বাংলায় ব্রিটেনের উড়ান নিষিদ্ধ হচ্ছে।। একই সঙ্গে আন্তর্জাতিক বিমানযাত্রীদের জন্য গাইডলাইন প্রকাশ করল রাজ্য সরকার। ঝুঁকিপূর্ণ ছাড়াও বাকি দেশগুলি থেকে আসা যাত্রীদের জন্য বিমানবন্দরে কোভিড টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। ১০ শতাংশ যাত্রীর আরটিপিসিআর টেস্ট করা হবে। বাকি ৯০ শতাংশ যাত্রীকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে হবে। নিজেদের খরচেই এই টেস্ট করতে হবে।
আরও পড়ুন: Corona Protocol: সোমবার থেকে রাজ্যে বন্ধ স্কুল-কলেজ
র্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট পজিটিভ এলে আরটিপিসিআর টেস্ট করতে হবে। বিমানবন্দরে ভিড় এড়ানোর জন্য যাত্রীদের আগে থেকে টেস্ট বুক করে রাখতে হবে। সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলিকে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। যাত্রীদের যাতে অপেক্ষা করতে না হয়, সে জন্য টেস্টিং কাউন্টার বাড়ানোর পরামর্শও দেওয়া হয়েছে।