কলকাতা টিভি ওয়েব ডেস্ক: মৌসুমী অক্ষরেখার প্রভাব উত্তরবঙ্গে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সর্তকতা। গোরখপুর থেকে পাটনা হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। বিহারের সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্তের। ফলে তার প্রভাব পড়তে চলেছে উত্তরবঙ্গে।
আগামী তিন চার অতিবৃষ্টির সর্তকতা রয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে দু’এক জায়গায় ভারী বৃষ্টি। বাকি জেলাগুলিতে থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
১২ আগস্ট বৃহস্পতিবার।
২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দুএক জায়গায়। ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরের দু-এক জায়গায়। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
১৩ আগস্ট শুক্রবার।
এদিনও ২০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারের বেশ কিছু জায়গায়। ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরসহ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার কিছু অংশে।
১৪ আগস্ট শনিবার।
ভারী বৃষ্টির সর্তকতা। উত্তরবঙ্গসহ দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সর্তকতা।
১৫ আগস্ট রবিবার।
ভারী বৃষ্টির হতে পারে উত্তরবঙ্গসহ দুই দিনাজপুরের কয়েকটি জায়গায়।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতা থাকার কারণে বাড়তে পারে অস্বস্তি।
আরও পড়ুন- বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, কমলা সতর্কতা উত্তরের ৪ জেলায়
বৃহস্পতিবার কলকাতায় আকাশ আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৮.৩ ডিগ্রী। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ রয়েছে ৯৫ শতাংশ।
আগামী ৭২ ঘন্টায় আসাম মেঘালয় প্রবল বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশেও। মিজোরাম নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরাতেও ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। শুক্রবার পর্যন্ত অতি বর্ষণের সর্তকতা রয়েছে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও।