ওয়েবডেস্ক- দিল্লি (Delhi) যাওয়ার আগে একাধিক ইস্যুতে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishkek Banerjee) । তার বক্তব্যে চাকরিহারাদের (Jobless) আন্দোলন থেকে কলকাতায় কোর কমিটি থেকে ভারতের সন্ত্রাসবাদ মোকাবিলায় বিরোধীদের পাশের থাকার কথা স্পষ্ট করা হয়।
চাকরিহারাদের আন্দোলন (Joblsess Movement) নিয়ে অভিষেক বলেন, শক্তি প্রদর্শন করার অধিকার সকলের আছে, শুধু বাংলা বলে নয়, এই অধিকার দেশের সর্বত্র আছে। তাই বলে হিংসা করে নয়। আমি কোনভাবে এই আন্দোলকে ছোট করব না, সেই ধৃষ্টতা আমার নেই। সেইভাবে আমি কোনওভাবেই চাই না, এই আন্দোলনকে রাজনৈতিক রং-এ রাঙানো হোক। কিন্তু যারা আন্দোলন করছে আমার তাদের কাছে অনুরোধ থাকবে, আন্দোলন কখনও যেন হিংসাত্মক হয় না। আমি কিছু ফুটেজ দেখেছি, আমি এখানে কাউকে দায়ী করছি না।
আরও পড়ুন-দিল্লি যাওয়ার আগে বিরাট মন্তব্য অভিষেকের
জোরজবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে, আন্দোলন কখনও উগ্র হয় না। আন্দোলন কখনও হিংস্র হয় না। অভিষেক বলেন, গান্ধীজি অহিংসার কথা বলেছিলেন। আমরা ১০০ দিনের কাজ নিয়ে দিল্লিতে আন্দোলন করেছি, বাংলা থেকে ১০ হাজার মানুষ গেছে। আমরা হিংসার পথ অবলম্বন করিনি। আন্দোলন যেন হিংসাত্মক না হয়, সরকারি সম্পত্তি ধবংস করে কিছু করে গেট ভেঙ্গে, বলপ্রয়োগ করে, সেটা হলে আন্দোলনের যে সারমর্ম যেটাম সেটা হারিয়ে যায়। এটা আমার দৃঢ় বিশ্বাস। সরকার তাদের পদক্ষেপ স্পষ্ট করেছে। বিচারব্যবস্থা ওপর ভরসা রাখুন। আজ না হয় কাল বিচার হবে। ‘
কলকাতায় কোর কমিটি গঠন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, ৯ জনের কোর কমিটি গঠন করা হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যানের দায়িত্বে রাখা হয়েছে। সবাই মিলে টিম ওয়ার্ক করে কাজ করবে। কার ক্ষমতা খর্ব হল আর কাকে বেশি পুরস্কৃত করা, সেটাকে এইভাবে দেখা ঠিক না। সাংবাদিকদের অভিষেক বলেন, বীরভূমের মতো উত্তর কলকাতাতেও বৈঠক হবে। আপনার একটু ধৈর্য্য রাখুন। আসলের তৃণমূলের কাছ থেকে আপনাদের এক্সপেকটশন অনেক বেড়ে গেছে।
পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে অভিষেক বলেন, আগেও বলেছি সন্ত্রাসবাদ মোকাবিলায় আমরা কেন্দ্রের সঙ্গে আছি।
দেখুন আরও খবর-