কলকাতা: কেন্দ্রীয় বাহিনীর (Central Force) লাঠি চালানোর ঘটনায় বালুরঘাটের ৯ নম্বর ওয়ার্ডে ৩০ নম্বর বুথে ভোট বন্ধ। নির্বাচন কমিশনে অভিযোগ এসেছে। এদিকে বালুরঘাটের ১৩৯ নম্বর বুথে ওয়েবকাস্টিংয়ে সিইওর নজরে পড়ল সিসিটিভি ভোটিং কম্পার্টমেন্ট দেখা যাচ্ছে না। তৎক্ষণাৎ ডিএম-কে ফোন করে ব্যবস্থা নিতে নির্দেশ আরিজ আফতাবের।
ভোট শুরু হতেই একের পর এক অভিযোগ জমা পড়তে শুরু করল নির্বাচন কমিশনে (National Election Commission)। সকাল ৮টার মধ্যে ৬০টির বেশি অভিযোগ জমা পড়ল। তার মধ্যে বেশিরভাগটাই রায়গঞ্জ ও বালুরঘাট থেকে। তার মধ্যে ৯০ লশতাংশ অভিযোগ ইভিএম সংক্রান্ত। অনেক জায়গাতে ইভিএম ঠিকঠাক কাজ করছে না বলে অভিযোগ। বালুরঘাট থেকে ২৭টি অভিযোগ জমা পড়েছে। রায়গঞ্জ থেকে ৩১টি অভিযোগ জমা পড়েছে। ইভিএম ভিভিপ্যাট ছাড়াও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ জমা পড়ছে। তারা ভোটদানে বাধা দিচ্ছে বলে অভিযোগ।
আরও পড়ুন: টিউশন থেকে ফেরার পথে পথ দুর্ঘটনা, মৃত বাবা,ছেলে
আরও খবর দেখুন