কলকাতা টিভি ওয়েব ডেস্ক : আজ দশমী। আর দশমী মানেই সিঁদুর খেলা। তবে, করোনাকালীন পরিস্থিতিতে এইবার হাইকোর্ট ভ্যাকসিন সার্টিফিকেট থাকলে তবেই সিঁদুর খেলার অনুমতি দিয়েছে। এই নির্দেশ যথাযথ পালন করতে দেখা গেল মুদিয়ালি ক্লাবে।
দক্ষিণ তথা সারা কলকাতার নামী পুজোগুলির মধ্যে অন্যতম হল এই মুদিয়ালি ক্লাবের পুজো। শুক্রবার অর্থাৎ বিজয়া দশমীর দিন এই মণ্ডপে শুরু হয়েছে স্থানীয় মহিলাদের সিঁদুরখেলা। তবে, সিঁদুর খেলা শুরু হতেই নিউ নরমালের ছবি ধরা পড়ল। দেখা গেল ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে তবেই সিঁদুর খেলতে এসেছেন তাঁরা।
এক হাতে ভ্যাকসিন সার্টিফিকেট অন্য হাতে বরণের থালা
বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় করোনা পরিস্থিতি বিবেচনা করে রায় দিয়েছিলেন ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকলেই দেওয়া যাবে পুষ্পাঞ্জলি। খেলা যাবে সিঁদুর। আর প্রত্যেকের সার্টিফিকেট রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে পুজো কমিটির সদস্যদের।
আরও পড়ুন – পুজো মণ্ডপে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্তদের ‘খুঁজে বের’ করার প্রতিশ্রুতি হাসিনার
বড় পুজোর ক্ষেত্রে সিঁদুর খেলার জন্য মণ্ডপের ভেতরে প্রবেশ করতে পারবেন ৪৫ থেকে ৬০ জন। ছোট পুজোর ক্ষেত্রে প্রবেশ করতে পারবেন ১০ থেকে ১৫ জন। দশমীর দিন এই নির্দেশই পালন করতে দেখা গেল মুদিয়ালি ক্লাবে।
গত বছর করোনা বিধিনিষেধের কারণে বন্ধ ছিল সিঁদুর খেলা। এবারে অনুমতি মিলতেই সিঁদুর খেলার আগ্রহ ছিল চোখে পড়ার মত। আরও একটা বছরের অপেক্ষা। সেই কারণেই একহাতে ভ্যাকসিন সার্টিফিকেট আর অন্যহাতে বরণের থালা। এভাবেই চলল নিউ নরমালের বিজয়া।