কলকাতা: করোনায় মৃত্যুর সংখ্যা নিয়ে বিস্তর গরমিলের অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের বিরুদ্ধে৷ বিরোধীদের অভিযোগ, প্রকৃত মৃতের সংখ্যা চেপে গিয়েছে যোগী সরকার৷ মৃতের সংখ্যা গোপন রাখতে গঙ্গায় লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে৷ বিরোধীদের সেই অভিযোগ শোনা গেল অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও৷ নোবেলজয়ী বঙ্গ সন্তানের কথায়, পশ্চিমবঙ্গের দ্বিগুণ মানুষ উত্তরপ্রদেশে থাকেন৷ সেখানে মৃত্যু সংখ্যা কম৷ আসলে মৃত্যু রেকর্ডই করা হয়নি৷
আরও পড়ুন: Exclusive: মস্তিষ্কে জল, সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্য নষ্ট, বেফাঁস মন্তব্য মুকুলের
অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, করোনা নিয়ে উত্তরপ্রদেশ সঠিক তথ্য দিচ্ছে না৷ ফলে তারা যে পরিসংখ্যান দিচ্ছে তা বিশ্বাসযোগ্য নয়৷ তিনি বলেন, করোনার সময়ে দেখা যাচ্ছে সেরো পজিটিভিটি উত্তরপ্রদেশে ৭০ শতাংশের বেশি৷ সেখানে পশ্চিমবঙ্গের সেরো পজিটিভিটি ৬০ শতাংশ৷ অথচ উত্তরপ্রদেশ বলছে তাদের মৃত্যু সংখ্যা কম৷ আসলে মৃত্যু রেকর্ডই করা হয়নি৷
অথচ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কোভিড মোকাবিলা নিয়ে ক্লিনচিট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি বলেছিলেন, উত্তরপ্রদেশ যেভাবে করোনার দ্বিতীয় ঢেউ সামলেছে তেমন আর কেউ করতে পারেনি৷ দেশের মধ্যে উত্তরপ্রদেশ জনবহুল রাজ্য৷ করোনা মোকাবিলায় রাজ্যের প্রচেষ্টা প্রশংসা পাওয়ার যোগ্য৷
আরও পড়ুন: আগামী তিন দিন দক্ষিণবঙ্গে হালাকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
প্রধানমন্ত্রীর মন্তব্য শুনে কটাক্ষ উড়ে আসে বিরোধী শিবির থেকে৷ শহীদ সমাবেশের ভার্চুয়াল মঞ্চ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, কীভাবে দেশের সেরা হয় উত্তরপ্রদেশ? মরে গেলে গঙ্গায় মৃতদেহ ভাসিয়ে দেওয়া হয়৷ শেষকৃত্যও করতে দেয় না৷ সমস্ত মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে৷ কখনও বিহার তুলেছে, কখনও বাংলা তুলেছে৷ সম্মানের সঙ্গে তাদের শেষকৃত্য করা হয়েছে৷ আর প্রধানমন্ত্রী বলছেন উত্তরপ্রদেশ দেশের সেরা রাজ্য৷ লজ্জা নেই৷