দ্বাদশ পাশ করার পর স্নাতকস্তরে ভর্তি হতে গেলে এবার থেকে আর ফি দিতে হবে না পড়ুয়াদের। প্রতিবছরের মতো এবারও সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইটে অনলাইন ফর্মের মাধ্যমে পড়ুয়ারা আবেদন জানাতে পারবে। কিন্তু তা সম্পূর্ণ হবে বিণামূল্যে। উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, আগামী ২ অগস্ট থেকে শুরু হবে ফর্ম ফিলআপ প্রক্রিয়া। চলবে ২০ অগস্ট পর্যন্ত। তারপর ৩১ অগস্ট প্রকাশিত হবে মেধাতালিকা। ৩১ অগস্টের মধ্যে শেষ করতে হবে সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া।
বুধবার বিকেলে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই বৈঠকের পর এই সিদ্ধান্ত জানায় উচ্চশিক্ষা দফতর।
অন্যদিকে, স্নাতকস্তরের মতোই স্নাতকোত্তরেও একইরকম অনলাইন মাধ্যমেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানেও লাগছে না কোনও ফি। জানা গিয়েছে, স্নাতকোত্তরে ভর্তির পোর্টাল খুলবে আগামী ১ লা সেপ্টেম্বর। গোটা ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে এক মাসের মধ্যে। অর্থ্যাৎ অক্টোবরের শুরুতেই। পুজোর পর থেকেইশুরু হবে স্নাতকোত্তরের ক্লাস।
করোনা পরিস্থিতিতে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা আয়োজন নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে সেই সমস্যা মিটলেও কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়াতে বেঁধেছিল জট। এই জট কাটাতে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গেই আলোচনা চালাচ্ছিল রাজ্য শিক্ষা দফতর। এবার সেই জট অবশেষে কাটল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।