কলকাতা: মুষলধারে বৃষ্টিতে ভাসছে কলকাতা৷ জলমগ্ন শহরের বিভিন্ন এলাকা৷ সেই জল ঠেলেই বাড়ি ফিরছিলেন দুই আইনজীবী৷ তাতেই ঘটল বিপত্তি৷ বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁরা৷
আরও পড়ুন: নিম্নচাপের জের, দিনভর বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ
যদিও প্রাণে বেঁচে গিয়েছেন দুই আইনজীবী৷ তবে আহত হয়েছেন৷ আহত অবস্থায় তাদের নিয়ে যাওয়া হয়েছে সিএমআরআই হাসপাতালে৷ সেখানেই চিকিৎসা চলছে৷ পুলিশ জানিয়েছে, আলিপুর আদালতের কাছে দুর্ঘটনাটি ঘটেছে৷ বিদ্যুৎস্পৃষ্ট হলেও বেঁচে গিয়েছেন৷ তবে এই ঘটনায় আলিপুর আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷
জলমগ্ন শহরে আতঙ্ক ছড়াচ্ছে বিদ্যুতের তার ও ল্যাম্পপোস্ট৷ মাস দু’য়েক আগে কলকাতার বুকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ফরাক্কার এক যুবক৷ সেদিনও ভারী বৃষ্টিতে নাকাল হতে হয়েছিল শহরবাসীকে৷ জলমগ্ন হয়ে পড়ে বহু এলাকা৷ রাজভবনের সামনেও হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়৷ সেই রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় জমা জলে হুমড়ি খেয়ে পড়ে যান ওই যুবক৷ টাল সামলাতে রাজভবনের সামনে থাকা ল্যাম্পপোস্টে হাত লেগে যায়৷ তার পরই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাস্তায় পড়ে যান৷
আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে খড়্গপুর রেললাইনে ধস, স্তব্ধ রেল চলাচল
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে সপ্তাহের শুরু থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে৷ আজ বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টিপাত হয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ বাদ যায়নি কলকাতাও৷ সকাল থেকে টানা বৃষ্টিতে জল দাঁড়িয়ে যায় শহরের নীচু এলাকাগুলিতে৷ আগামিকাল শুক্রবারও ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ ভারী বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে। সমুদ্র উত্তাল থাকার কারণে আগামী দু’দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷