কলকাতা: ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকলেই দেওয়া যাবে পুষ্পাঞ্জলি। খেলা যাবে সিঁদুর। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় করোনা পরিস্থিতি বিবেচনা করে এই রায় দিলেন।
করোনা কালে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা শিথিল হলেও তৃতীয় ঢেউয়ের আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
মহালয়া হয়ে গিয়েছে ইতিমধ্যেই কলকাতার মন্ডপ গুলির প্রস্তুতি তুঙ্গে। যাতে করোনা বিধি মেনে চলা হয় তার জন্য জারি করা হয়েছে বেশ কিছু বিধিনিষেধ। তবে, ঠাকুর দেখায় বিধিনিষেধ ছাড়াও এই বার সিঁদুর খেলা ও পুষ্পাঞ্জলি ক্ষেত্রেও বিধিনিষেধ জারি করল আদালত।
আরও পড়ুন – মুকুলের বিধায়ক পদ নিয়ে হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে স্পিকার
বিচারপতি জানিয়েছেন, যারা পুষ্পাঞ্জলি দিতে মণ্ডপে আসবেন অথবা দশমীতে সিঁদুর খেলার জন্য মণ্ডপে আসবেন তাদের প্রত্যেকের ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকতে হবে। সঙ্গে রাখতে হবে ভ্যাকসিনেশন সার্টিফিকেট। প্রত্যেকের সার্টিফিকেট রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে পুজো কমিটির সদস্যদের। পুষ্পাঞ্জলি ক্ষেত্রেও একই নিয়ম।
বড় পুজোর ক্ষেত্রে পুষ্পাঞ্জলি বা সিঁদুর খেলার জন্য মণ্ডপের ভেতরে প্রবেশ করতে পারবেন ৪৫ থেকে ৬০ জন। ছোট পুজোর ক্ষেত্রে প্রবেশ করতে পারবেন ১০ থেকে ১৫ জন।
আরও পড়ুন – লায়েক বাড়ির মায়ের মাথায় সোনার মুকুট, গায়ে মাটির অলঙ্কার
পুজো কমিটির তরফ থেকে নো এন্ট্রি জোন তৈরি করে দেওয়া হবে। ওই জোনের বাইরে দাঁড়িয়েই পুষ্পাঞ্জলি দিতে হবে এবং সিঁদুর খেলা হবে। তবে, জারি থাকবে করোনা বিধিনিষেধ।