ওয়েবডেস্ক- বঙ্গোপসাগরের (Bay Of Bengal) উপরে তৈরি হয়েছে জোড়া চক্রবৎ ঘূর্ণাবর্ত (Twin cyclones) , তার জেরে প্রবল বৃষ্টির পূর্বাভাস (Heavy Rain) দিল আবহাওয়া দফতর (Weather Office)। এই দুটি চক্রবৎ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর বাংলাদেশ ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরেr উপরে। যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে। যার জেরে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস।
আগামী কয়েকসপ্তাহ ধরে চলবে এই দুর্যোগ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আগামী ২৩ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। ২১ মে থেকে ২৩ মে পর্যন্ত ভারী বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে।
আরও পড়ুন-৩ দিন বাস ধর্মঘট, কবে থেকে? জানুন এই ভিডিয়োয়
২১ মে দঙ্গিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত চলবে। এর পর ২২ ও ২৩ তারিখ যথাক্রমে পশ্চিম বর্ধমান,বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ভারী বৃষ্টিপাতে পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত চলতে থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। সেইসঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। ২৩ মে উত্তরবঙ্গের সব জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টিপাত হবে।
এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ২৪ মে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। ২৫ মে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। ২০-২৫ মে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। ফের দুই বঙ্গেই ২৬ মে থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। অবিরাম বৃষ্টির কারণে গরমে হাত থেকে রেহাই মিলবে।
আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করবে।
আরও পড়ুন-